“বোচাগঞ্জে আর্তমানবতা সেবায় আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশন”

0
761

বোচাগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধিঃ

সম্প্রতি বাংলাদেশে করোনা ভাইরাস কোভিট-১৯ সংক্রামন মহামারি থেকে রক্ষার জন্যে বাংলাদেশ সরকার এরই মধ্যে সারা বাংলাদেশের সাথে যোগাযোগ বিছিন্নসহ লক ডাউন করেছেন ফলে খেটে খাওয়া দিনমুজরি করা মানুষগুলোর কাজ করতে বাসা থেকে বের হতে পারছে না এমতবস্থায় মনব সেবাই নিয়জিত সেচ্ছাসেবি সংগঠন বোচাগঞ্জ আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে ৬ এপ্রিল সোমবার রাতে সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর এর নিকট চাল, ডাল,আলু,তেল ও সাবান এর প্রায় ৮০০ প্যাকেট তুলে দেন ফাউন্ডেশনের মহাসচিব তানভীর মতিন চৌধুরী,এসময় আরও উপস্থিত ছিলেন আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের কোষাধক্ষ্য রহিমুল্লাহ আজাদ চৌধুরী, সদস্য ফরহাদ মতিন চৌধুরী, রতন রায় , সেতাবগঞ্জ ডিবেটিং ক্লাবের সভাপতি মাহবুব আলম, মোঃ দেলয়ার হসেইন বিপুলসহ প্রমুখ উল্লেক্ষ যে লক ডাউনের আগে থেকেই তারা সেতাবগঞ্জ এর বিভিন্ন ওয়ার্ডে সচেতনতামুলক লিফলেট, জিবানু নাশক পাউডার ও ডিটল সাবান ঘরে ঘরে পউছে দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here