মিজানুর রহমান মিলন , সৈয়দপুরঃ
নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ওয়াপদা মোড় শাখার কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন
নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী। গতকাল সোমবার বিকেলে সৈয়দপুরে সরকারিভাবে শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা দেন তিনি। শহরের উপকেণ্ঠে ওয়াপদা মোড় এলাকায় ওই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. আখতার হোসেন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ প্রমূখ। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু হাসনাত সরকার, বোতলাগাড়ী ইউনিয়ন চেয়ারম্যান মো. হেলাল চৌধুরী, আওয়ামীলীগ নেতা মো. ফারুক হোসেন,
নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মমতাজ আলী, দপ্তর সম্পাদক মো. এফাজ উদ্দিন সরকার, প্রচার সম্পাদক মো. আব্দুল জলিল প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ওয়াপদা শাখা কমিটির ৫০জন শ্রমিকের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী। বিতরণকৃত খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে ১০ কেজি চাল ও কেজি আলু।