খবর৭১ঃ
শেরপুর থেকে আবু হানিফঃ প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে শেরপুরের বিভিন্নস্থানে মাইকিং এর মাধ্যমে সচেতন করে সকলকে ঘরে থাকতে আহবান করা হচ্ছে। চলছে বিভিন্ন প্রচার প্রচারনা, এর মধ্যেও কোন প্রয়োজন ছাড়াই ঘর থেকে বেরিয়ে জরিমানা গুনতে হয়েছে অনেককেই। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়ে ঘোরাফেরা করায় এবং বিভিন্নদোকানে সামজিক দূরত্ব না মানায় ১২ ব্যবসায়ীসহ ৩৫জনকে ৯৩ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ ৪ এপ্রিল থেকে রাত পর্যন্ত জেলাসদরসহ জেলার ৫ উপজেলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় রিকসা, অটোরিকসা, মোটরসাইকেল ও পায়ে হেটে ঘোরাফেরারত লোকজনকে আটক করে ঘর থেকে বের হওয়ার কারণ জানতে চান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাসদস্যগণ। যারা সঠিক জবাব দিতে পারছে তাদের ছেড়ে দেয়া হয়। আর যারা ঘর থেকে বাহিরে বের হওয়ার কোন কারণ বলতে পারেনি তাদের জরিমানা করে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।