মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের গৃহীত পদক্ষেপের কারণে গণপরিবহন ও জনচলাচল সীমিত হয়ে পড়ায় হবিগঞ্জের মাধবপুরের সবজি চাষিরা তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের সবজি বাজারজাত করতে পারছে না। ফলে তাদের উৎপাদিত ফসল জমিতেই বিনষ্ট হচ্ছে। এতে করে লক্ষ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে প্রান্তিক ও বর্গা চাষীরা। উপজেলার ছাতিয়াইন, নোয়াপাড়া, বাঘাসুরা, বুল্লা, জগদীশপুর, শাহজাহানপুর, বহরা, আদাঐর, চৌমুহনী ও ধর্মঘর ইউনিয়নের শত শত কৃষক কয়েক হাজার একর জমিতে সবজি চাষ করে জীবিকা নির্বাহ করেন।
করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের বাধ্যতামূলক পদক্ষেপের কারণে বাহির থেকে পাইকাররা এলাকার বাজারগুলোতে না আসায় এবং কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন বর্গা চাষীরা।উপজেলার বহরা ইউনিয়নের গিলাতলী গ্রামের সবজি চাষী নিজাম উদ্দিন ও আবুল বাসার জানান তারা বর্গা চাষী কুলাইচাচর মাঠে ১ লক্ষ ২৫ হাজার টাকায় বাৎসরিক ৭ একর জমি লিজ নিয়ে শসা ও টমেটো চাষ করেছেন। এতে তাদের খরচ হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা। বর্তমান অবস্থায় উৎপাদিত পণ্য বাজারজাত করতে না পারায় মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাদের ধারণা সঠিকভাবে বাজারজাত করতে পারলে প্রায় ২৫ লক্ষ টাকার বিক্রয় আসতো এতে তাদের প্রায় ১০ লক্ষ টাকা মুনাফা আসতো।চৌমুহনী ইউনিয়নের আলাবক্সপুর গ্রামের সবজি চাষি কদর আলী মিয়া জানান সাতপাড়া মাঠে ১ একর জমিতে টমেটো চাষ করে ৩০ হাজার টাকা খরচ করলেও এখন পর্যন্ত ১০ হাজার টাকা বিক্রয় করতে পারেননি। উৎপাদিত ফসল জমিতেই নষ্ট হচ্ছে।