সৈয়দপুর পৌরসভার সহযোগিতায় দুই হাজার কর্মহীন মানুষকে আর্থিক সহায়তা দিল ব্র্যাক

0
426
সৈয়দপুর পৌরসভার সহযোগিতায় দুই হাজার কর্মহীন মানুষকে আর্থিক সহায়তা দিল ব্র্যাক

মিজানুর রহমান মিলন সৈয়দপুরঃ
করোনা ভাইরাসের প্রভাবে সৈয়দপুরে কর্মহীন অসহায় দুই হাজার হতদরিদ্র পরিবারকে খাদ্য কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের জরুরী সাড়া প্রদান প্রকল্পের আওতায় ওই আর্থিক প্রদান করা হয়। গতকাল শুক্রবার সৈয়দপুর পৌরসভার সহযোগিতায় পৌরসভা কার্যালয় চত্বরে আয়োজিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো.নাসিম আহমেদ উপস্থিত অসহায় অতিদরিদ্র পরিবারের সদস্যদের হাতে এক হাজার পাঁচ শত টাকা করেন নগদ অর্থ তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পরিমল কুমার সরকার।

এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার। এ সময় ব্র্যাকের আরবান প্রকল্পের রংপুর রিজিওনাল কো-অর্ডিনেটর অপূর্ব সাহা, বিভাগীয় অফিসার (অবকাঠামো উন্নয়ন) মো. হাফিজুর রহমান, ব্র্যাকের কমিউনিটি আর্কিটেক্ট রাশেদুল হাসান, নীলফামারী জেলা প্রতিনিধি লাইলুন নাহার, সৈয়দপুর প্রোগ্রাম অর্গানাইজার আনোয়ার হোসেন, পৌরসভার প্যানেল মেয়র জিয়াউল হক জিয়া, পৌর কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পু, মো. আবিদ হোসেন লাড্ডান, নারী কাউন্সিলর কনিকা রাণী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। আয়োজক সংস্থা ব্র্যাকের রিজিওনাল কো-অর্ডিনেটর অপূর্ব সাহা জানান, করোনার প্রভাবে কর্মহীন খেটে খাওয়া মানুষের সহায়তায় ব্র্যাক ‘জরুরী সাড়া প্রদান’ কর্মসূচি চালু করেছে। ওই কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে নীলফামারী জেলার সৈয়দপুরে দুই হাজার পরিবারকে এক হাজার পাঁচ শত করে টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়। পর্যায়ক্রমে সৈয়দপুরে ৫ হাজার হতদরিদ্র ও নিম্নবিত্তদের মাঝে আরও আর্থিক সহায়তা দেয়া হবে।

এছাড়াও সৈয়দপুরে ২০ হাজার সাবান, পাঁচ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। একই সাথে সৈয়দপুর পৌরসভাকে পরিস্কার পরিচ্ছন্নতা কাজের জন্য ১৫ ড্রাম ব্লিচিং পাউডার দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here