মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জরুরী সেবা ব্যতীত সব কিছু বন্ধ থাকায় মুরাদনগরে কর্মহীন হয়ে যাওয়া দরিদ্র, দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন সানাউল্লাহ সোহাগ নামের এক যুবক।
অসহায় মানুষদের মুখে খাবার তুলে দেয়ার লক্ষ্যে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ ও অথার্য়নে শনি ও রবিবার উপজেলার ভুবনঘর গ্রামের ৩০টি পরিবারের মাঝে বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী ও ৮টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন তিনি।বিতরণকৃত খাদ্য দ্রব্যের মাঝে রয়েছে চাল, ডাল, তৈল, আলু, পেয়াজ, লবন, সাবান, ধনেপাতা ও কাচা মরিচ। এবং ৮টি পরিবারের মাঝে নগদ ৬হাজার প্রদান করেন। এই দু:সময়ে খাদ্য সামগ্রী হাতে পেয়ে স্বস্থি প্রকাশ করে অসহায় মানুষ গুলো।
এদিকে কারোর আর্থিক সহায়তা ছাড়া একক প্রচেষ্টায় গ্রহনকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্বর্বস্তরের মানুষ। সানাউল্লাহ সোহাগ উপজেলার ধামঘর ইউনিয়নের ভুবনঘর গ্রামের হুমায়ন সরকারের ছেলে। সোহাগ বলেন আমার এই উদ্যোগ দেখে সমাজের বিত্তবান ও রাজনৈতিক ব্যাক্তিসহ সকল সামাজিক সংগঠন এই অসহায় মানুষগুলোর পাশে দাড়াবে এমনটাই প্রত্যাশা করছি।