খবর৭১ঃ
শেরপুর থেকে আবু হানিফঃ শেরপুর জেলার ৫টি উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধের জন্য সামাজিক দূরত্ব বজায় রাখায় মানুষ ঘরে অবস্থান করছে। এতে দরিদ্র অসহায় মানুষ শ্রমদিয়ে উপার্জন করতে পারছেনা। তাই মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করার জন্য সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় শেরপুর জেলার ৫টি উপজেলার জন্য ১শ মেট্রিকটন চাল ও ৭ লক্ষ টাকা প্রদান করেছে।
ইতিমধ্যে জেলা প্রশাসক অফিস থেকে জেলার ৫টি উপজেলায় তা বন্টন করে দেয়া হয়েছে। আজ বিকেলে শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: ফিরোজ আল মামুন উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ৫ কেজি করে চাল, ডাল, আলো, লবন, তেল ও সাবান বিতরণ করা শুরু করেছেন। এসময় তার সাথে উপজেলা ত্রাণ কর্মকর্তা শেরপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের বলেন, আমরা সরকারের পক্ষ থেকে দরিদ্র মানুষের মাঝে এ খাদ্য বিতরণ শুরু করেছি। এ কার্যক্রম অব্যহত থাকবে।