খবর৭১ঃ প্রাণঘাতী করোনা ভাইরাসের মতো হন্তা নামের আরো একটি ভাইরাসের উৎপত্তি হয়েছে। এই ভাইরাসে চীনে এখন পর্যন্ত একজন মারা গেছেন। সোমবার চীনের ইউনান প্রদেশের হন্তা ভাইরাসে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস।
গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়,চীনের শেনডং প্রদেশ থেকে ইউনান প্রদেশে যাওয়ার পথে একটি বাসে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। হন্তাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ওই ব্যক্তি। এ জন্য ওই বাসের বাকি ৩২ জন যাত্রীর নমুনা পরীক্ষা করা হয়েছে।
চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুযায়ী, করোনাভাইরাসের পরিবারের অন্তর্ভূক্ত হন্তা ভাইরাস। ইঁদুর ও কাঠবিড়ালিদের শরীরে থাকে এটি। আক্রান্ত হলে হতে পারে জ্বর, বমি, পেটে ব্যাথা, শুকনো কাশি ও শ্বাসপ্রশ্বাসের সমস্যা হয়।