২৫-৩১ মার্চ দেশের সব দোকান বন্ধ, খোলা থাকবে যেগুলো

0
509
২৫-৩১ মার্চ দেশের সব দোকান বন্ধ, খোলা থাকবে যেগুলো

খবর৭১ঃ দেশে করোনা ভাইরাস সংক্রমণ রোধে আগামী ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব সুপার মার্কেট ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।তবে ওষুধ, কাঁচাবাজার এবং নিত্যপণ্যের দোকান খোলা থাকবে।

আজ রবিবার দোকান মালিক সমিতির পক্ষ থেকে এ ঘোষণা জানানো হয়েছে। করোনার কারণে ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দোকানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি।

এর আগে দুপুরে আসন্ন এইচএসসি পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। আগামী এপ্রিল মাসের প্রথমদিকে পরীক্ষার নতুন রুটিন জানানো হবে।

রবিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here