মদনে হোম কোয়ারেন্টাইনে থাকা যুবকের অনিয়মের দায় জরিমানা

0
583
মদনে হোম কোয়ারেন্টাইনে থাকা যুবকের অনিয়মের দায় জরিমানা

আব্দুল আওয়াল: নেত্রকোনার মদনে হোম কোয়ারেন্টাইনে থাকা মালয়েশিয়া ফেরত এক যুবক নিয়ম ভঙ্গ করে বিয়ের প্রস্তুতি নেয়ায় ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার তাকে ৫ হাজার টাকা জরিমানা করে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান যুবকের গ্রামের বাড়ি মদন গ্রামে গিয়ে এ আদালত পরিচালনা করেন।

উল্লেখ্য জর্ডান, মালয়েশিয়া ও আরব আমিরাত থেকে আসা ৪ প্রবাসীর শরীরে করোনা ভাইরাস অাছে কি না তা সনাক্ত করার জন্যে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।

তিনি আরো জানান, মালয়েশিয়া থেকে আসা মনোহরপুর গ্রামের এরশাদ মিয়া, জর্ডান থেকে অাসা কোর্ট বিল্ডিং এলাকার স্বরুপা আক্তার ও মালয়েশিয়া থেকে আসা পৌর সভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মো জাকির হোসেন, অারব অামিরাত থেকে অাসা ফতেপুর গ্রামের মিলু ইয়ার চৌধুরীকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। ডাক্তাররা সার্বক্ষণিক তাদের খোঁজ খবর রাখছেন। ১৬ মার্চ থেকে এ পর্যন্ত ৪ জন বিদেশ থেকে বাড়িতে ফেরত এসেছেন। হোম কোয়ারেনটাইনে থাকা সবাই ভাল আছেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান জানান, হোম কোয়ারেনটাইনে থাকা অবস্থায় অনিয়ম করায় মদন গ্রামের এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ব্যাপারে তিনি সবাইকে সতর্ক থাকতে পরার্মশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here