প্রয়োজনে বন্ধ হতে পারে আন্তঃজেলা বাস যোগাযোগ : কাদের

0
516
প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বের, দাসত্বের নয়ঃ কাদের

খবর৭১ঃ করোনা ভাইরাস প্রতিরোধে পরিস্থিতি বুঝে কিছু এলাকা শাটডাউন ও প্রয়োজনে আন্তঃজেলা বাস যোগাযোগ বন্ধ করে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এসব আশঙ্কার কথা জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘পরিস্থিতি বুঝে কিছু কিছু এলাকা শাটডাউন করে দেওয়া হতে পারে। এছাড়াও প্রয়োজনে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে।’

তিনি বলেন, করোনা আমাদের জাতীয় শত্রু। তাই দলমত নির্বিশেষে সবাইকে মিলে এর মোকাবিলা করতে হবে। এজন্য সবার এগিয়ে আসা প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here