ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার আগের অবস্থায় ফিরল

0
557
ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার আগের অবস্থায় ফিরল

খবর৭১ঃ মেয়াদি আমানতের সুদের হার আগের অবস্থানে ফিরেছে। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি সরকার এ খাতের আমানতের সুদের হার কমিয়েছিল। এরপর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই হার পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছিলেন। এরই অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ বিষয়ে গত সোমবার একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মেয়াদি আমানতের ক্ষেত্রে তিন বছর মেয়াদি ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার হবে ১১ দশমিক ২৮ শতাংশ। আর এক বছরের জন্য সুদ পাওয়া যাবে ১০ দশমিক ২০ শতাংশ, দুই বছরের ক্ষেত্রে ১০ দশমিক ৭০ শতাংশ। ছয় মাসের মুনাফাভিত্তিক বিনিয়োগের ক্ষেত্রে এক বছরের জন্য ৯ শতাংশ, দুই বছরের জন্য সাড়ে ৯ শতাংশ আর তিন বছরের জন্য ১০ শতাংশ দেওয়া হবে।১৩ ফেব্রুয়ারির আগেও সুদের হার এমনই ছিল। নতুন আদেশ গতকাল থেকে কার্যকর হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here