হবিগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ মাধ্যমে দিবসটি শুভ সূচনা হয়

0
488
হবিগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ মাধ্যমে দিবসটি শুভ সূচনা হয়
ছবিঃ মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি।

খবর৭১ঃ

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালনের নানা কর্মসূচী শুরু হয়েছে। সকাল ৭টায় হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ মাধ্যমে দিবসটি শুভ সূচনা হয়।

প্রথমে জাতীয় সংসদ সদস্য হিসেবে পুষ্পমাল্য অর্পণ করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো: আবু জাহির। হবিগঞ্জ-২ আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খান, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ পুষ্পমাল্য অর্পন করেন। পরে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।আর এদিকে সকাল ১০টায় হবিগঞ্জ কালেক্টরেট প্রাঙ্গণে হবিগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো: আবু জাহির ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here