করোনা ভাইরাস : ভিডিও কনফারেন্সে সার্কের নেতারা

0
913
করোনা ভাইরাস : ভিডিও কনফারেন্সে সার্কের নেতারা

খবর৭১ঃ
সার্কভুক্ত দেশের প্রধানদের মধ্যে করোনা ভাইরাস নিয়ে ভিডিও কনফারেন্স শুরু হয়েছে। গুরুত্বপর্ণ এ আলোচনায় গণভবন থেকে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময় রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে কনফারেন্স শুরু হয়। কনফারেন্সের শুরুতে ভাইরাস থেকে নাগরিকদের সুরক্ষার কৌশল নিয়ে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা মোকাবিলায় সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কনফারেন্সে অংশ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এ ছাড়া অংশ নিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবে রাজাপাকসে, এবং পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী জাফর মির্জা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here