ঠাকুরগাঁও প্রতিনিধিঃ অসুস্থতার মিথ্যা আশ্রয়ে মানুষের কাছে চাঁদা আদায় করার সময় দুইজনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদলত।
শুক্রবার (১৩ই মার্চ) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া কালীতলা বাজারে কিডনি রোগের কথা বলে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের সময় সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
বাজারে কিডনি রোগের কথা বলে জনসাধারণের কাছ থেকে টাকা আদায়ের সময় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তাদের চ্যালেঞ্জ করে। চ্যালেঞ্জ করাই তারা চলে যাওয়ার সময় স্থানীয় জনগণ তাদের আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে দেন।
খবর পেয়ে নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন ও পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের জিজ্ঞাস করলে প্রতারণার কথা স্বীকার করে। তাই আব্দুল সাত্তার ও তার সাহায্যকারী শফিকুল আলমকে এক মাসের বিনাশ্রস কারাদন্ড প্রদান করেন।
আব্দুল সাত্তার ঠাকুরগাঁও মোলানী রায়পুর গ্রামের জয়নালের ছেলে ও শফিকুল ইসলাম পঞ্চগড়ের বশিরুদ্দিনের ছেলে।
এসময় ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।