খবর৭১ঃ প্রাণঘাতী করোনা ভাইরাসের আক্রমণে প্রায় স্থবির হয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। ইতোমধ্যেই স্থগিত হয়েছে সিরি ‘আ’, লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কিছু ম্যাচ। এবার সেই মিছিলে যোগ হলো ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ।
২০২২ বিশ্বকাপ বাছাইয়ে আগামী ৩১ মার্চ বলিভিয়ার মাঠে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার কথা ছিল আর্জেন্টিনার। অন্যদিকে পেরুর মাঠে খেলার কথা ছিলো ব্রাজিলের।
বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, আগামী ২৩ থেকে ৩১ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক সূচিতে লাতিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের সবকটি ম্যাচ স্থগিত থাকবে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিতের অনুরোধ করেছিল লাতিন আমেরিকার ফুটবল সংস্থা ‘কনমেবল’। তাদের সঙ্গে আলোচনা করে পরদিনই এই ঘোষণা দিল ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।