খবর৭১ঃ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে দু্ইজন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
বুধবার মহাখালীতে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে দু’জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। তাদের শিগগিরই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে। বিভিন্ন হাসপাতালে আটজন আইসোলেশনে আছে।
এখন আর ১৩টি হট নাম্বারের পরিবর্তে শুধু ০১৯৪৪৩৩৩২২২ নাম্বারে করোনার জন্য ফোন করার অনুরোধ জানিয়েছেন তিনি।