ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় আহত হয়ে গুরুতর অসুস্থ সাংবাদিক জয়

0
504
ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় আহত হয়ে গুরুতর অসুস্থ সাংবাদিক জয়
ছবিঃ ঠাকুরগাঁও প্রতিনিধি।

খবর৭১ঃ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সড়ক দূর্ঘটনায় আহত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ঠাকুরগাঁওয়ের তরুণ সাংবাদিক ও চ্যানেল এস এর ঠাকুরগাঁও প্রতিনিধি জয় মহন্ত অলক। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে ঠাকুরগাঁও শহরের আর্টগ্যালারী নামক স্থানে রাস্তা পার হতে গিয়ে সড়ক দূর্ঘটনার শিকার হন তিনি। এসময় তিনি মাথা ও বুকে আঘাতপ্রাপ্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

এদিকে শুক্রবার তার অবস্থার অবনতি হলে ঠাকুরগাঁও সদর হাসপাতাল তাকে রংপুরে রেফার্ড করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থ্যতা কামনা করে সকলের দোয়া ও আশীর্বাদ চেয়েছেন তার পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here