টাইগারদের পাকিস্তান সফরের সূচি পরিবর্তন

0
537
টাইগারদের পাকিস্তান সফরের সূচি পরিবর্তন

খবর৭১ঃ বিসিবির অনুরোধে পাকিস্তান-বাংলাদেশের একমাত্র ওয়ানডে ম্যাচের সূচি পরিবর্তন করলো পিসিবি। পূর্ব সূচি অনুযায়ী পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৩ এপ্রিল। সেটি দুইদিন এগিয়ে এনে এখন ম্যাচটি হবে ১ এপ্রিল।

নানা জল্পনা-কল্পনার পর পাকিস্তানের মাটিতে সব ফরম্যাটেই ক্রিকেট খেলতে যায় বাংলাদেশ। জানুয়ারি থেকে শুরু হয়ে সফরটি চলবে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত। এরইমধ্যে জানুয়ারিতে দুই ম্যাচের টি-টোয়েন্টি খেলে আসছে বাংলাদেশ।

পরে ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডি টেস্টেও অংশ নেয় টাইগার বাহিনী। এরপর এপ্রিলের ৩ তারিখ একমাত্র ওয়ানডে খেলতে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশের। তবে সারা বিশ্বে যেখানে করোনাভাইরাস আতঙ্কে বিভিন্ন টুর্নামেন্ট বাতিল বা পিছিয়ে দেয়া হচ্ছে সেখানে পাকিস্তান-বাংলাদেশের একমাত্র ওয়ানডে ম্যাচটি এগিয়ে আনা হলো।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, বিসিবির বিশেষ অনুরোধেই এই ম্যাচটি এগিয়ে আনা হয়েছে। তাদের অনুরোধ রাখতেই পিসিবি ওয়ানডে ম্যাচটি দুইদিন এগিয়ে এনেছে। পিসিবি পরিচালক জাকির খান এই প্রসঙ্গে বলেন, বাংলাদেশকে আতিথেয়তা দিতে পাকিস্তান সব সময় প্রস্তত। মূলত করাচি টেস্টের আগে একটু বেশি সময় পাওয়ার জন্যই এই ম্যাচটি এগিয়ে আনা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here