ভারতে মুসলমানদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন

0
594
ভারতে মুসলমানদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে:

ভারতে মুসলমানদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদেসৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে প্রতিবাদি জনতা। আজ সোমবার দুপুরে শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

স্থানীয় মিস্ত্রিপাড়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আয়োজনে সংক্ষিপ্ত মানববন্ধনে মুসলমানদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বক্তব্য বলেন মিস্ত্রীপাড়া গাউসিয়া মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রেজওয়ান আল ক্বাদেরী, কয়া মিস্ত্রীপাড়া বাইতুল হক মসজিদের পেশ ইমাম এরশাদ হোসেন ও মুয়াজ্জিন রবিউল ইসলাম প্রমুখ।
বক্তারা ভারতের মসজিদে আগুন ও মুসলমানদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদ জানান। তারা অবিলম্বে ভারতে মুসলমানদের ওপর ন্যাক্কারজনক হামলা ও নির্যাতন বন্ধের দাবি জানান। অন্যথায় দেশের সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে।এরআগে ভারতে মুসলমানদের হত্যা ও হামলার প্রতিবাদে শহরের বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সৈয়দপুর
প্রেস ক্লাবের সামনে মিলিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here