আব্দুল আওয়ালঃ ‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এই প্রতিপাদ্যটি সামনে রেখে নেত্রকোনার মদনে কমিউনিটি পুলিশের উদ্যোগে বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মার্চ) মদন থানা পুলিশ এ আয়োজন করেন।
উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে এম সাইফুল ইসলাম হান্নানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন খালিয়াজুরী সার্কেল জামাল উদ্দিন, ওসি মো. রমিজুল হক, ইউপি চেয়ারম্যান ফখর উদ্দিন আহমেদ, বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন আহমেদ, কমিউনিটি পুলিশের ইউনিয়ন সভাপতি মুক্তিযোদ্ধা ফজলে রাব্বী, সদস্য গোলাম মওলা খান আজাদ, শিক্ষক মোস্তফা কামাল হিরন, ইউপি সদস্য রিয়াজ আহমেদ, সোহেল ও হালিমা আক্তার প্রমূখ।