খবর৭১ঃ
করোনাভাইরাসে কাঁপছে চীনসহ পুরো বিশ্ব। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে প্রায় তিন হাজার মানুষ মারা গেছেন। আক্রান্তের সংখ্যা লাখের কাছাকাছি।
এদিকে, করোনাভাইরাস ঠেকাতে দেশের সংশ্লিষ্ট দফতর ও বিভাগকে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।
শনিবার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার এক বৈঠকে কিম এ হুঁশিয়ারি দেন। বৈঠকে কিম হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি প্রাণঘাতী এ ভাইরাস দেশটিতে ছড়িয়ে পড়ে, তবে ‘কঠোর পরিণতি’ ভোগ করতে হবে। চীনের উত্তর-পূর্ব সীমান্তবর্তী দেশ উত্তর কোরিয়ায় এখনো সেভাবে করোনাভাইরাস সংক্রমণের খবর মেলেনি।
এর আগে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তিকে গুলি করে হত্যা করার কথা জানা যায়। অন্যদিকে, একদিনে সর্বোচ্চসংখ্যক মানুষের করোনায় আক্রান্ত হওয়ার রেকর্ড গড়েছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে শুক্রবার নতুন করে ৫৯৪ জন করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত মানুষের সংখ্যা এখন ২ হাজার ৯৩১ জন-চীনের পর যা সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে।