পাকিস্তানে বাস ট্রেন ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩০

0
565
পাকিস্তানে বাস ট্রেন ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩০

খবর৭১ঃ পাকিস্তানের দক্ষিণ সিন্ধু প্রদেশে শুক্রবার বাস ও ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সুক্কুর জেলার রোহরি স্টেশনের কাছে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। রোহরি স্টেশনের কাছে কান্ধরা ক্রসিং দিয়ে পেরোচ্ছিল যাত্রিবাহী বাসটি। সেসময় দুরন্ত গতিতে আসা পাকিস্তান এক্সপ্রেস ট্রেনটি ওই বাসে ধাক্কা মারে। ধাক্কায় দুমড়ে-মুচড়ে বহু দূরে ছিটকে পড়ে বাস।

সুক্কুর জেলার ডেপুটি কমিশনার রানা আদীল এএফপি’কে বলেন, অন্তত ২০ জন নিহত এবং ৫৫ জন আহত হয়েছেন। তিনি আরো জানা, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থলে থাকা সিনিয়র রেলওয়ে কর্মকর্তা তারিক কলাছি বলেন, উদ্ধার অভিযান চলছে কিন্তু অন্ধকারের জন্য অনেক দুর্বোধ্য হয়ে পড়েছে।

এছাড়া তিনি জানান, হতাহতের সবাই বাসে থাকা যাত্রী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। টিআরটি ওয়ার্ল্ড, হিন্দুস্তান টাইমস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here