চোখের জন্য মারাত্নক ক্ষতি ডেকে আনে সস্তার সানগ্লাস!

0
440
চোখের জন্য মারাত্নক ক্ষতি ডেকে আনে সস্তার সানগ্লাস!

খবর৭১ঃ ঝোঁকের বশে অনেকে কিনে ফেলেন একাধিক সানগ্লাস। চোখের কর্নিয়া ও রেটিনাকে ইউ ভি রশ্মি থেকে বাঁচাতে সানগ্লাসের ভূমিকা অপরিসীম।

কিন্তু সাময়িক ফ্যাশন করতে গিয়ে সস্তার সানগ্লাস ব্যবহার করে চোখের ক্ষতি করে ফেলছেন নিজের অজান্তেই।

সস্তার সানগ্লাসে ব্যবহার করা হয় ক্ষতিকারক প্লাস্টিক। এ ধরণের সানগ্লাস ইউ ভি রশ্মি থেকে রক্ষা তো করেই না উলটো চোখের জন্য তা মারাত্মক ক্ষতিকারক।

চিকিৎকদের মতে সস্তার সানগ্লাস ব্যবহারের ফলে অকালেই চোখে ছানি পড়ে যেতে পারে। অস্বাভাবিকভাবে শুকিয়ে যেতে পারে চোখের কর্নিয়াও।

সস্তার সানগ্লাস ব্যবহারে অনেকের ঘনঘন মাথা ব্যাথা হয়। চোখের পাওয়ার বেড়ে যাওয়ার মত সমস্যার সম্মুখীন হতে হয়েছে অনেককেই।

এছাড়া, সস্তার রঙিন চশমা ব্যবহারের ফলে ঝাপসা হয়ে যেতে পারে দৃষ্টিশক্তিও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here