বিদ্যুতের পর দাম বাড়ল পানির

0
451
বিদ্যুতের পর দাম বাড়ল পানির

খবর৭১ঃ বিদ্যুতের সঙ্গে দাম বাড়ল নিত্য-প্রয়োজনীয় সেবাপণ্য পানিরও। ১ এপ্রিল থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। তবে ঢাকা ও চট্টগ্রাম নগরীর গ্রাহকদের গুণতে হবে এই বাড়তি টাকা।

বুধবার স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ সাইদ-উর-রহমানের সই করা অফিস আদেশে পানির দাম বাড়ানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, ঢাকা ওয়াসার সরবরাহকৃত প্রতি হাজার লিটার আবাসিক পানির দাম ১১ টাকা ৫৭ পয়সার পরিবর্তে ১৪ টাকা ৪৬ পয়সা করা হয়েছে। আর বাণিজ্যিক প্রতি হাজার লিটার পানির দাম ৩৭ টাকা ৪ পয়সার স্থলে ৪০ টাকা করা হয়েছে।

একইভাবে চট্টগ্রাম ওয়াসার প্রতি হাজার লিটার আবাসিক পানির দাম ৯ টাকা ৯২ পয়সার স্থলে ১২ টাকা ৪০ পয়সা করা হয়েছে।

আর বাণিজ্যিক প্রতি হাজার লিটার পানির দাম ২৭ টাকা ৫৬ পয়সার স্থলে ৩০ টাকা ৩০ পয়সা করা হয়েছে।
ওয়াসা কর্তৃপক্ষ জানায়, পাম্পগুলো চালানোর খরচের বড় একটা অংশই যায় বিদ্যুতের পেছনে। বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ায় পাম্প চালানোর খরচ সমন্বয়ে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here