করোনার থাবা এবার পাকিস্তানে!

0
558
করোনার থাবা এবার পাকিস্তানে!

খবর৭১ঃ চীনে মহামারী রূপ নেওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে নতুন করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাস ইতোমধ্যে এশিয়ার বিভিন্ন দেশের পাশাপাশি বিশ্বের ৩২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

এবার প্রাণঘাতী করোনাভাইরাস ছড়াল পাকিস্তানেও। পাকিস্তান প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে বিষয়টির সত্যতা স্বীকার করেছে।

বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর হেলথ বিষয়ক স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ড. জাফর মির্জা করোনা সংক্রমণের ঘটনা নিশ্চিত করেন।

টুইটারে তিনি একটি পোস্ট করে লিখেছেন, “আমি পাকিস্তানে করোনার ভাইরাসের প্রথম দুটি কেসের ব্যাপার নিশ্চিত করতে পারি। ক্লিনিকাল স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুসারে দুটি ক্ষেত্রেই যত্ন নেওয়া হচ্ছে এবং উভয়ক্ষেত্রেই রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে।

পাশাপাশি তিনি জানিয়েছেন, এই মুহূর্তে পরিস্থিতি আয়ত্বের মধ্যে রয়েছে। তাই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। সূত্র: জিও টিভি, গাল্ফ নিউজ, ফ্রান্স২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here