খবর৭১ঃ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরা আগামীকাল শপথ নেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সকাল সাড়ে দশটায় এ শপথ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার নবনির্বাচিত দুই মেয়রকে শপথ পড়াবেন।
বুধবার স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমেদ সংবাদমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে হবে এ শপথ অনুষ্ঠান।
নিয়ম অনুযায়ী, প্রধানমন্ত্রী নবনির্বাচিত দুই মেয়রকে শপথ পড়াবেন। আর দুই সিটির সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ১৭২ জন কাউন্সিলকে শপথ পড়াবেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
উত্তরের মেয়রের দায়িত্ব পালন করে আসা আতিক পদ ছেড়ে নির্বাচনে অংশ নেন। আর দক্ষিণের মেয়র সাঈদ খোকনের এই নির্বাচনে অংশ নেওয়া হয়নি। তার মেয়াদ রয়েছে মে মাস পর্যন্ত।
ফলে শপথ নিলেও ঢাকার দুই মেয়রকে চেয়ারে বসার জন্য আগামী মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে তাদের।
গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটিতে মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণে শেখ ফজলে নূর তাপস নির্বাচিত হন। তারা দুজনেই ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রার্থী।