মুরাদনগরে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত

0
562
মুরাদনগরে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত

মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে বাস চাপায় জসিম উদ্দিন নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার বিকালে কুমিল্লা-সিলেট মহা সড়কের কোম্পানীগঞ্জ বাস টার্মিনাল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।নিহত জসিম উদ্দিন (৩৫) উপজেলার গুঞ্জর গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে।জানাযায়, সোমবার বিকেলে কুমিল্লা-সিলেট মহা সড়কের কোম্পানীগঞ্জ বাসটার্মিনাল এলাকায় রাস্তা পারাপারের সময় রিক্সায় থাকা ব্যবসায়ী জসিম উদ্দিনকে নিউ জনতা বাস পেছন থেকে ধাক্কা দিলে জসিম বাসের চাকার নিচে পড়ে যায়।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। জসিম উদ্দিন পেশায় একজন ভাঙ্গারী ব্যাবসায়ী ছিলেন। তার দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।এব্যাপারে মিরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ আব্দুর রব বলেন, নিহতের লাশ ও গাড়ি ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। ড্রাইভার পলাতক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here