ফুলবাড়ীয়ায় তিন যৌনকর্মীসহ বাজার কমিটির সভাপতি গ্রেফতার

0
567

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা ঃ শনিবার রাতে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও বাজার থেকে তিন যৌনকর্মীসহ বাজার কমিটির সাবেক সভাপতিকে গ্রেফতার করছে পুলিশ।
কহালগাঁও বাজার কমিটির সাবেক সভাপতি লাল মাহমুদ তালুকদার দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জেলা থেকে যৌনকর্মী নিয়ে এসে নিজ বাসায় রেখে দেহ ব্যবসা করে আসছে। শনিবার রাতে বাজারের ব্যবসায়ীরা লাল মাহমুদ তালুকদারের নিজ বাসা থেকে টাংগাইলের ধনবাড়ি উপজেলার মোছাঃ কাজল (২২), শেরপুরের ঝিনাগাতি উপজেলার নুরজাহান (২৫) ও ভোলা জেলার দৌলতখানা উপজেলার নুপুর (২০) অসামাজিক কর্যাকলাপের সময় আটক করে পুলিশ দেয়।
ফুলবাড়ীয়া থানার ওসি (তদন্ত) আবুল খায়ের জানায়, লাল মাহমুদসহ তিন যৌন কর্মীকে আদালতে প্রেরন করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ যৌনকর্মী দিয়ে ব্যবসা করে আসছে সে, এর আগেও তাকে যৌনকর্মীসহ গ্রেফতার করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here