ঠাকুরগাঁওয়ে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু!

0
754
ঠাকুরগাঁওয়ে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু!
ছবিঃ ঠাকুরগাঁও প্রতিনিধি।

খবর৭১ঃ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস লাগা অবস্থায় প্রমোথ রায় (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার(২৩ ফেব্রুয়ারী) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের একটি লিচু বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। আত্মহননকারি প্রমোথ রায় ঐ ইউনিয়নের মৃত কার্তিক চন্দ্র বর্মনের ছেলে।

লাশ উদ্ধাকারি সদর থানার এসআই দৌল্লা জানান, দুপুরে খবর পেয়ে সদর উপজেলার আকচা ইউনিয়নের একটি লিচু বাগান থেকে ঝুলন্ত অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি জানান, শারীরিক অসুস্থ্যতাজনিত কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার পরিবার।তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলেও ফাঁস লাগানোর ধরণটি অস্বাভাবিক বলে জানায় স্থানীয়রা।

তবে আকচা ইউপি চেয়ারম্যানের দাবি আত্মহননকারি বৃদ্ধের সাথে কারো কোন ঝগড়া-বিবাদ ছিলো না। তার শরীর খারাপ, পেট ব্যাথা ও চোখের সমস্যা ছিলো-এমনকি আজ গ্রামীণ চক্ষু হাসপাতালে চোখের অপারেশনের তারিখ ছিলো, কিন্তু এরই মধ্যে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভিরুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here