উত্তরায় বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

0
775
উত্তরায় বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় একটি মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে উত্তরার পশ্চিম থানাধীন এলাকায় বিএনএস সেন্টারের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। বাসের চালক ও চালকের সহকারীকে আটক করেছে পুলিশ। নিহত দুজন হলেন রাসেল (২৪) ও ফয়সাল (২২)।

দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা। তিনি জানান, হাই চয়েস পরিবহনের একটি বাস (নম্বর কুষ্টিয়া ব-১১-০০৪১)মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। তাঁদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, এই ঘটনায় বাসের চালক রবিউল (৪০) এবং চালকের সহকারী আবদুস সালামকে (৪৫) আটক করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here