ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা!

0
525
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা!

খবর৭১ঃ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ রাতের আঁধারে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোগর ঝাড়বাড়ি নামক স্থানে তৈয়ব আলী( ৪০) নামে এক গরু ব্যবসায়ীকে জবাই করে তার মরদেহ মাটিতে পুঁতে রেখেছে দূর্বৃত্তরা। এলাকাবাসী রবিবার সকালে ওই এলাকার এক গম ক্ষেতে তার রক্ত মাখা কাপড় ও মাটিতে রক্ত দেখে বাড়িতে খবর দেন।

পরে তার পরিবারের লোকজন মাটি খুঁড়ে লাশ শনাক্ত করেন। তৈয়ব আলী গোগর ঝাড়বাড়ি গ্রামের খমিরউদ্দীন ঘুটুর ছেলে। স্থানীয়রা ও তার পরিবারের লোকজন জানান, গতকাল আনুমানিক রাত ১০টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বলেন, লাশ তোলা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here