মুরাদনগরে জুতা পায়ে শহীদ মিনারে উঠে আ.লীগ নেতার ‘শ্রদ্ধা নিবেদন’!

0
556
মুরাদনগরে জুতা পায়ে শহীদ মিনারে উঠে আ.লীগ নেতার ‘শ্রদ্ধা নিবেদন’!

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনারে জুতা পায়ে ফুল দিয়ে ‘শ্রদ্ধা’ নিবেদন করেছেন সাবেক উপজেলা আওয়ামীগের সভাপতি সৈয়দ আহম্মেদ হোসেন আউয়াল। শুক্রবার একুশের প্রথম প্রহরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে জুতা পায়ে তিনি ‘শ্রদ্ধাঞ্জলি’ দেন। একজন সরকার দলীয় রাজনীতিবিদ হয়ে জুতা পায়ে শহীদ মিনারে উঠার বিষটি জানাজানি হলে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়ার
সৃষ্টি হয়।

জানা গেছে, একুশের প্রথম প্রহরে উপজেলা সদরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে ফুলের তোড়া নিয়ে সাবেক উপজেলা আ,লীগের সভাপতি সৈয়দ আহম্মেদ হোসেন আউয়াল ও নেতাকর্মীরা সাথে যান। এ সময় শহীদ মিনারে জুতা পায়ে পুষ্পস্তবক অর্পণ করে ফটোশেসন করতেও দেখা যায় তাকে।

কুমিল্লা উত্তর জেলা আ,লীগের সভাপতি ম. রুহুল আমিন বলেন, আমি শুনতে পেয়েছি সাবেক উপজেলা আ,লীগের সভাপতি আউয়াল সাহেব জুতা পায়ে ফুল দিতে শহীদ মিনারে উঠেছেন। আমি মনে করি যদি উনি এটা করে থাকেন তাহলে উনি শ্রদ্ধার নামে ভাষা শহীদদের অপমান করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক আমরা এর তীব্র নিন্দা জানাই। উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ বলেন, ফুল দিতে গিয়ে যদি কেউ জুতা পায়ে শহীদ মিনারে ওঠে থাকে তাহলে এটা অত্যন্ত দুঃখজনক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here