হবিগঞ্জের মাধবপুরে দু’মাদক ব্যবসায়ীর কারাদন্ড

0
510
হবিগঞ্জের মাধবপুরে দু’মাদক ব্যবসায়ীর কারাদন্ড
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে ৪ মাদক ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা নিবার্হী ম্যাজিষ্ট্রেট তাসনূভা নাশতারান ও উপজেলার সহকারি কমিশনার ভূমি নিবার্হী ম্যাজিষ্ট্রেট আয়েশা আক্তার পৃথক পৃথক রায়ে দন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের সফিক উদ্দিন এর ছেলে মেহেদী হাসান (৩২) একই এলাকার সুফিউদ্দিনের ছেলে মাহমুদুল হাসান (৩২), মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামের মুখলেছুর রহমানের ছেলে মোঃ এনামুল হক (২২) ও গোবিন্দপুর গ্রামের আব্দুল হকের ছেলে মোঃ হেলাল মিয়া (৩০)। পুলিশ জানান, মঙ্গলবার দুপুরে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ গোলাম মোস্তফা উপজেলার তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মেহেদী হাসান ও মাহমুদুল হাসানকে গ্রেফতার করেন।

গ্রেফতারের পর তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের বিচারক তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অপর দিকে একই দিন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুর্শেদ আলম দেবনগর এলাকা থেকে ২ কেজি ভারতীয় গাঁজাসহ এনামুল হক ও হেলাল মিয়াকে গ্রেফতার করে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলার সহকারি কমিশনার ভূমি নিবার্হী ম্যাজিষ্ট্রেট আয়েশা আক্তার এর কার্যালয়ে হাজির করলে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

উল্লেখ্য যে, মাধবপুর উপজেলার সিমান্তবর্তী এলাকা চা-বাগান অধ্যুষিত এলাকাগুলোতে মাদকের ছড়াছড়ি বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিদিনই আইন শৃংখলা বাহিনীর সদস্যরা মাদকসহ পাচারকারীদের গ্রেফতার করলেও চিহিৃত মাদক ব্যবসায়ীরা থেকে যায় ধরা-চোয়ার বাহিরে। ফলে নিয়ন্ত্রন করা যাচ্ছে না মাদক পাচার ও বিকিকিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here