ঢাকার ১৬ ওয়ার্ডে কলেরা টিকা ক্যাম্পেইন কাল থেকে

0
484
ঢাকার ১৬ ওয়ার্ডে কলেরা টিকা ক্যাম্পেইন কাল থেকে
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ ঢাকার সবচেয়ে বেশি কলেরা প্রবণ এলাকা মোহাম্মদপুর। আগামীকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার ছয়টি থানা এলাকায় শুরু হচ্ছে এক বছরের বেশি বয়সী সবার জন্য কলেরার টিকা খাওয়ানোর ক্যাম্পেইন। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রোগ নিয়ন্ত্রণ অধ্যাপক ডা. শাহলীনা ফেরদৌসী ও আইসিডিডিআরবির এমিরেটাস সাইন্টিস্ট ড. ফেরদৌসী কাদরী বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন। এতে জানানো হয়, দেশে কলেরার প্রাদুর্ভাব আছে। ডায়রিয়াজনিত রোগের মধ্যে ২০ শতাংশ কলেরা জীবাণুবাহী। তাই এটি এখন আর লুকোছাপার কিছু নেই। বরং ২০৩০ সালের মধ্যে দেশকে কলঙ্কমুক্ত করাই এখন বড় চ্যালেঞ্জ। সবাইকে মিলে এই কাজে সফল হতে হবে।

ড. ফেরদৌস কাদরী বলেন, ঢাকা মোহাম্মদপুর হাজারীবাগ লালবাগ কামরাঙ্গীরচর দারুস সালাম আদাবর থানার মোট ১৬টি ওয়ার্ডে এ ক্যাম্পেইনের আওতায় কলেরা ভ্যাকসিন টিকা খাওয়ানো হবে। তিনি বলেন, আইসিডিডিআরবির সর্বশেষ তথ্য অনুযায়ী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে যারা মহাখালী কলেরা হাসপাতালে আসে তাদের মধ্যে মোহাম্মদপুর এলাকার প্রতি হাজার রোগীর ভেতর ৪.৯ শতাংশ, আদাবর এলাকায় ১.৩ শতাংশ, দারুস সালাম এলাকার দশমিক ৩ শতাংশ, লালবাগ এলাকার ২ দশমিক ১ শতাংশ, কামরাঙ্গীরচর এলাকার ১ দশমিক ৫ শতাংশ, হাজারীবাগ এলাকার ১ দশমিক ৭ শতাংশ রোগী কলেরায় আক্রান্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here