বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচন উপলক্ষ্যে সনি-রিপন সমমনা পরিষদের মতবিনিময়

0
414
বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচন উপলক্ষ্যে সনি-রিপন সমমনা পরিষদের মতবিনিময়

শেখ কাজিম উদ্দিন, বেনাপোলঃ বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষ্যে সাধারণ সদস্যদের সাথে এক মতবিনিময় সভা করেছেন নবগঠিত সনি-রিপন সমমনা পরিষদের নেতৃবৃন্দ। সোমবার (১৭ ফেব্রুয়ারী) বেলা ১২ টার সময় বেনাপোল সানরুফ হোটেলে “পরিবর্তণের লক্ষ্যে নব নেতৃত্বের পক্ষে” “যেখানেই সমস্যা সেখানেই সমাধান” এ স্লোগানকে সামনে রেখে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সনি-রিপন সমমনা পরিষদের সভাপতি পদপ্রার্থী সনির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদাণ করেন বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান।

সনি-রিপন সমমনা পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রিপন হোসেনের পরিচালনায় ও বিশিষ্ঠ ট্রান্সপোর্ট ব্যবসায়ী ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদাণ করেন স্থানীয় সাংবাদিক জামাল হোসেন, বেনাপোল পৌর কাউন্সিলর মিজানুর রহমান, শার্শা সদর আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ঠ ট্রান্সপোর্ট ব্যবসায়ী কওছার আলী, ট্রান্সপোর্ট মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মন্টু ডাক্তার, আব্দুর রশিদ, বাবু, বিশিষ্ঠ ব্যবসায়ী সুমন হোসেন, মশিয়ার রহমান প্রমুখ।

আলোচকরা বলেন, দীর্ঘ ১২ বছর বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচন না হওয়ায় সঙ্কায় ছিলো সাধারণ সদস্যরা। অবশেষে আইনি জটিলতা ছাড়িয়ে আগামী ১৯ ফেব্রুয়ারী বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানের পর নব-গঠিত সনি-রিপন সমমনা পরিষদের সদস্যরা আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন।

এসময় উপস্থিত ছিলেন বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির অধিকাংশ সাধারণ সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here