জিম্বাবুয়ের বিপক্ষে স্কোয়াডে টিকতে খেলোয়াড়দের পরীক্ষা

0
489
জিম্বাবুয়ের বিপক্ষে স্কোয়াডে টিকতে খেলোয়াড়দের পরীক্ষা

খবর৭১ঃ তিনজনকে বাদ দিয়ে স্কোয়াড আনা হবে ১৩ জনে। বাদ যাওয়া তিনজন খেলবেন বিসিএলের ফাইনাল ম্যাচে।

বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে শনিবার ( ২২ ফেব্রুয়ারি)। কিন্তু একই দিন বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর ফাইনাল ম্যাচ থাকায় ১৬ সদস্যের দল কমানোর ইঙ্গিত দিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ সদস্যের দল রাখার প্রয়োজন নেই। ম্যাচের আগে চারদিন অনুশীলনের পরই সেখান থেকে তিনজনকে বাদ দিয়ে বিসিএলের ফাইনাল খেলার জন্য পাঠানো হবে।

বিসিবির প্রধান নির্বাচক বলেন,

‘‘২১ তারিখ অনুশীলনের পরই ১৬ জনের স্কোয়াড কমিয়ে ১৩ জনে আনা হবে।

আমরা চাচ্ছি যারা জাতীয় দলে খেলবেন না, তারা যেন বসে না থেকে বিসিএলে খেলতে পারে।’’

জিম্বাবুয়ের বিপক্ষে ঘোষিত বাংলাদেশ দল আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে অনুলীন শুরু করবে বলেও জানান বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here