অ্যান্টার্কটিকায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

0
527
অ্যান্টার্কটিকায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

খবর৭১ঃ পৃথিবীর সর্বদক্ষিণের বরফাচ্ছাদিত অ্যান্টার্কটিকা মহাদেশে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি’র এক খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) অ্যান্টার্কটিকার তাপমাত্রা ২০ দশমিক ৭৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

গত ৬ ১৩ ফেব্রুয়ারি অ্যান্টার্কটিকার উত্তরের বিন্দু এস্পেরাঞ্জার তাপমাত্রা ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। সেই রেকর্ড নিয়ে আলোচনার মধ্যেই উত্তরের আরেক বিন্দু সিম্যুর দ্বীপের তাপমাত্রা ২০ দশমিক ৭৫ ডিগ্রি ছুঁয়েছে।

ব্রাজিলিয়ান বিজ্ঞানী কার্লোস শায়েফার জানান, আমরা আগে কখনোই অ্যান্টার্কটিকায় এত বেশি তাপমাত্রা দেখিনি। এর আগে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। তবে এই তাপমাত্রাকে তিনি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাব বলতে রাজি নন। তার মতে, এই তাপমাত্রা খুবই স্বল্প সময়ের জন্য ছিল। হয়তো ওই এলাকায় ব্যতিক্রম কিছু ঘটছিল, এটা তার সংকেত মাত্র।

বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে পৃথিবীর দুই প্রান্তের বরফ আরো দ্রুত গলবে। এর ফলে সমুদ্রপৃষ্ঠ উচ্চতা বেড়ে যাবে। উপকূলীয় দেশগুলোর বিস্তীর্ণ অঞ্চল তলিয়ে যাবে, বিপন্ন হবে পরিবেশও। এছাড়া বাস্তচ্যুত হবে বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here