যুব বিশ্বকাপ জয়ী আকবরকে সৈয়দপুর বিমানবন্দরে সংবর্ধনা

0
657
যুব বিশ্বকাপ জয়ী আকবরকে সৈয়দপুর বিমানবন্দরে সংবর্ধনা

মিজানুর রহমান মিলন সৈয়দপুর :

সৈয়দপুর বিমানবন্দরে বরণ করে নেওয়া হল বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নাম উজ্জল করা অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ বিজয়ী জাতীয় যুব ক্রিকেট দলের অধিনায়ক যুবরাজ আকবর আলীকে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে বরণ করে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানালেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ। উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাৎক্ষণিক সংবর্ধনা দেয়ার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ও সৈয়দপুর ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক মো. শাবাহাত আলী সাব্বু ছাড়াও নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারও মানুষ।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও মো. নাসিম আহমেদ কোর্ট পিন ও টাই পড়িয়ে দেন আকবর দ্যা গ্রেটকে। তিন বারের অপরাজিত চ্যাম্পিয়ান শক্তিশালী ভারতকে তিন উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট জেতায় বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে নতুন অধ্যায়ের সুচনা করেছে। ক্রিকেটে এতবড় সাফল্য বাংলাদেশে আর কখনও আসেনি। কাজেই এই বিশ্বজয়ী যুবাদের বর্ণাঢ্য সংবর্ধনা তো প্রাপ্যই। তাই গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি ঢাকা থেকে বিমানের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করা মাত্রই আনন্দে আত্মহারা হয়ে ওঠে বিমানবন্দর এলাকায় অবস্থানরত হাজার হাজার ক্রিকেটের ভক্ত ও সমর্থক। এ সময় ক্রিকেট ভক্তরা ব্যানার, ফেস্টুন, জার্সি এবং জাতীয় পতাকা হাতে নিয়ে বিশ্বজয়ী এই বীরকে বরণ করে নেয়। এ সময় সকলেই চিৎকার করে আকবর আলীকে অভিনন্দন জানান। এমতাবস্থায় হাজার হাজার দর্শক-সমর্থকদের ভিড় ঠেলে তিনি নিজ জন্মভূমি রংপুরের উদ্দেশ্যে রওনা হন। তাকে বরণ করে রংপুরে নিয়ে যান রংপুর সিটি কর্পোরেশন মেয়র মো. মোস্তাফিজুর রহমান ও বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিবি)র পরিচালক মো. আনারুল ইসলামসহ অন্যান্যরা। এ সময় মানুষের ভালোবাসায় তিনি সিক্ত হয়ে হাত তুলে সবাইকে শুভেচ্ছা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here