সুন্দরগঞ্জে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

0
596

আবু বক্কর সিদ্দিক,গাইবান্ধ জেলা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আতিক হাসান লিমন (২৬) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

থানা সূত্রে জানা যায়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রতাপ চন্দ্র সিংহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এতে সুন্দরগঞ্জ পৌরসভার তাতীপাড়া থেকে ইয়াবা ব্যবসায়ী লিমনকে গ্রেপ্তার ও তার কাছ থেকে ১২ পিচ ইয়াবা উদ্ধার করেন। গ্রেপ্তারকৃত লিমন উক্ত পাড়ার তৌহিদুল ইসলামের পুত্র ও চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে এসআই প্রতাপ চন্দ্র সিংহ বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে থানায় একটি মামলা রুজু করেছেন।
থানা অফিসার ইনচার্জ- মুহাম্মদ আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here