শাহজাদপুরে বাসচাপায় ২ স্কুলছাত্র নিহত

0
507
শাহজাদপুরে বাসচাপায় ২ স্কুলছাত্র নিহত

রাজিব আহমেদ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক স্কুলছাত্র আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার দুর্গাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা উপজেলার পুরান তেপরী গ্রামের গ্রামের রেজাউল করিমের ছেলে আরিফ (১৪) ও একই গ্রামের জহুরুল হকের ছেলে ছাদিফ (১৪)। তারা দুজনেই তালগাছি এস এ মডেল স্কুলর নবম শ্রেণির ছাত্র।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, তিন স্কুলছাত্র মোটরসাইকেলে তালগাছি বাজার থেকে শাহজাদপুরে আসছিল।

তারা দুর্গাদহ এলাকায় পৌঁছালে পাবনা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আরিফ মারা যায়। আহত হয় আরও দুই মোটরসাইকেল আরোহী।

স্থানীয়রা তাদের উদ্ধার শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার আগে সাদিফ নামে আরও এক স্কুলছাত্র মারা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here