নান্দাইলে জাসদের ১১তম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষনা

0
510

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার (২৯ জুলাই) উপজেলা সদর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৫৪ ময়মনসিংহ -৯ নান্দাইল আসনে ১৪ দলের মনোনয়ন প্রত্যাশী হিসাবে জেলা জাসদের সভাপতি প্রবীন সংগঠক প্রখ্যাত আইনজীবি ও ক্লিন ইমেজের ব্যক্তি এডভোকেট গিয়াস উদ্দিনের নাম ঘোষণা করেন। এ উপলক্ষে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা জাসদের সভাপতি মোঃ রফিকুল আলম (এহাই), উপজেলা জাসদের সাধারন সম্পাদক মোঃ আমরু মিয়া, সহ-সভাপতি পিকলু সাহা ও মোঃ আব্দুল খালেক। লিখিত সংবাদ সম্মেলনে ১৫৪ ময়মনসিংহ ৯ নান্দাইল আসনের সার্বিক পরিস্থিতি ও গুরুত্ব বিবেচনা করে ১৪ দলীয় জোট এডভোকেট মোঃ গিয়াস উদ্দিনকে মনোনয়ন দেওয়া হলে তার বিজয় সুনিশ্চিত বলে উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে এডভোকেট মোঃ গিয়াস উদ্দিনের জীবন বৃত্তান্ত সহ কেন মনোনয়ন চাচ্ছেন তা স্ববিস্তারে লিখিত আকারে উপস্থাপন করেন। সংবাদ সম্মেলনে নান্দাইল উপজেলায় কর্মরত সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট গিয়াস উদ্দিন তার কর্মবহুল জীবন, ১৪ দলের জন্য অবদান সহ নির্বাচিত হলে নান্দাইলকে দূর্নীতিমুক্ত উন্নত নান্দাইল হিসাবে গড়ে তুলবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। নেতৃবৃন্দ তার মনোনয়নের বিষয়ে জাসদের কেন্দ্রীয় সভাপতি ও মাননীয় তথ্য মন্ত্রী জনাব মোঃ হাসানুল হক ইনুর সহযোগীতা কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here