খবর৭১ঃ থাইল্যান্ডের নাখন রাচসিমা শহরে এক সৈন্যের গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। শনিবারের এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। পুলিশ ওই সৈন্যকে আটক করতে পারেনি। বিবিসি।
বিবিসি থাই দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, জাক্রাফান থাম্মা নামের একজন জুনিয়র কর্মকর্তা একটি সামরিক শিবির থেকে বন্দুক ও গুলি চুরি করার আগে তার কমান্ডিং অফিসারের ওপর হামলা চালান। এরপর ওই সৈন্য শহরটির একটি বৌদ্ধ মন্দিরে ও বিপণীবিতানে গুলিবর্ষণ করেন।
থাই সংবাদমাধ্যমে বলা হয়েছে, সন্দেহভাজন ওই সৈন্য একটি বিপণীবিতানের সামনে গাড়ি থেকে নেমেই গুলি করা শুরু করেন আর লোকজন পালানোর চেষ্টা করছে। ঘটনার পর সন্দেহভাজন ওই সৈন্য বিপণীবিতানের ভিতরে থাকার সম্ভাবনায় কর্তৃপক্ষ বিপণীবিতানটি থেকে বের হওয়ার পথ বন্ধ করে দিয়ে তাকে ধরার চেষ্টা করছে।
রাজধানী ব্যাংককের উত্তরপূর্বের ছোট শহর নাখন রাচসিমা স্থানীয়দের কাছে কোরাত নামেও পরিচিত। থাইল্যান্ডে কোনো সৈন্যের এভাবে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা নজিরবিহীন বলে জানিয়েছে ব্যাংক পোস্ট।