রুমাল থেকেও ছড়াতে পারে করোনাভাইরাস!

0
619
রুমাল থেকেও ছড়াতে পারে করোনাভাইরাস!

খবর৭১ঃ ছোঁয়াচে অসুখ থেকেই করোনা ভাইরাস ছড়াচ্ছে। রুমাল থেকে কী করে ছড়াতে পারে এই ভাইরাস, তাই এখন হয়ে উঠছে বড়ো প্রশ্ন।

শীতের শেষের সময়টা প্রত্যেক ঘরে ঘরেই হয়ে সর্দি-কাশি। কোন ঠান্ডাটা ভাইরাস আর কোনটা সাধারণ, সেটা পরীক্ষা না করলে বোঝা যাবে না।

চিকিৎসকদের মতে, ঘনঘন সর্দি-কাশির হলেই উঠে আসে কফ আর সঙ্গেই জ্বর। যে দু’টোই করোনাভাইরাসের লক্ষণ।

নাক পরিষ্কার করার জন্য যে রুমালের ব্যবহার করা হচ্ছে বা হয়, তা বন্ধ করা প্রয়োজন। সর্দির পর অনেকেই রুমালে নাক ঝাড়ে। ওই রুমাল যদি অন্য কারও সংস্পর্শে আসে, তাহলে সেখান থেকেই ছড়াতে পারে এই রোগ।

রুমালের থেকে ন্যাপকিন বা টিস্যু পেপার ব্যবহার করা বেশি নিরাপদ বলে মনে করছেন চিকিৎসকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here