সাবেক স্বামীর মামলায় কন্ঠশিল্পী মিলাকে হাজিরের নির্দেশ

0
705
সাবেক স্বামীর মামলায় কন্ঠশিল্পী মিলাকে হাজিরের নির্দেশ

খবর৭১ঃ প্রতারণা মামলায় কণ্ঠশিল্পী তাশবিহা বিনতে শহীদ ওরফে মিলা ও তার বাবা শহীদুল ইসলামকে আগামী ১১ মার্চ হাজির হতে সমন জারি করেছে আদালত। আগের বিয়ের তথ্য গোপন করে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা মহানগর হাকিম মো জসিম বৃহস্পতিবার এ আদেশ দেন।

এর আগে গত বছরের ৩ সেপ্টেম্বর একই আদালতে মিলার সাবেক স্বামী এস এম পারভেজ সানজারী এ মামলা করেন। ওই দিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি পল্লবী থানাকে তদন্তের নির্দেশ দেয়।

পরে ঘটনার তদন্ত করে পল্লবী থানার এসআই মো. জহিরুল ইসলাম কণ্ঠশিল্পী মিলা ও তার বাবার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদন আমলে নিয়েই বৃহস্পতিবার আদালত মিলা ও তার বাবাকে তলব করে।

মামলায় বাদী অভিযোগ করেন, ২০১৭ সালের ১২ মে মিলাকে তিনি বিয়ে করেন।

বিয়ের পর বুঝতে পারেন, মিলা বদমেজাজী, অহঙ্কারী, নেশাগ্রস্ত ও অনৈতিক চরিত্রের অধিকারী। এ ছাড়া বাদীর সাবেক স্ত্রী মিলা ২০০২ সালের ৩১ জুলাই অন্য একজনকে বিয়ে করেন। মিলা ও তার বাবা শহীদুল ইসলাম ওই বিয়ের তথ্য গোপন করে বাদীর সঙ্গে প্রতারণা করেন। এছাড়া প্রথম বিয়েতে জন্মতারিখ ১৯৮৪ সালের ২৬ মার্চ উল্লেখ করলেও বাদীর সঙ্গে বিয়ের সময় ১৯৮৫ সালের ২৬ মার্চ উল্লেখ করেন মিলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here