তুরস্কে একই স্থানে দুইবার তুষারধস, নিহত ৩৮

0
539
তুরস্কে একই স্থানে দুইবার তুষারধস, নিহত ৩৮

খবর৭১ঃ তুরস্কের ভান প্রদেশের বাচিসহার শহরে স্বল্প সময়ের ব্যবধানে একই স্থানে দুইবার তুষারধসের ঘটনায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গল ও বুধবার এই দুটি তুষারধসের ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

তুরস্কের সংবাদমাধ্যম হুররিয়াত জানায়, নিহতদের মধ্যে দমকলকর্মী, পুলিশ এবং বেসামরিক নাগরিক রয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, নতুন করে তুষারধসের সময় সেখানে ৩০০ উদ্ধারকর্মী উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে, তুষারধসের পর এখনো সেখানে ৫০ জন আটকা রয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে প্রাপ্ত ছবিতে দেখা যায়, আহতদের সেখান থেকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে,।

আটকা পড়াদের উদ্ধার করতে এখনো সেখানে উদ্ধারকাজ চলছে বলে বিবিসির খবরে জানানো হয়েছে। তুরস্কের বার্তা সংস্থা আন্দালু এজেন্সি জানায়, তুষারধসের ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। এ পর্যন্ত ৩০ জনকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে বলে তুরস্ক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here