অর্থপাচারকারীদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরাবে দুদক

0
530
অর্থপাচারকারীদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরাবে দুদক

খবর৭১ঃ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী মানিলন্ডারিং মামলার আসামিদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার রাজধানীর সেগুন বাগিচায় দুর্নীতিবিরোধী সংস্থাটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, অবৈধভাবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের টাকা কিংবা সরকারি অর্থ আত্মসাৎ করে যেসব ব্যক্তি অস্ট্রেলিয়া, কানাডাসহ পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন এবং যাদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে ইতিমধ্যে মানিলন্ডারিং আইনে মামলা হয়েছে, তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

এ প্রসঙ্গে বৈঠক শেষে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘যে বা যারা অবৈধভাবে ব্যাংকের বা সরকারি অর্থ আত্মসাৎ করে, তা পাচার করে বিদেশে বিলাসবহুল জীবন-যাপন করছেন, তাদের প্রত্যেককেই অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে হবে।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘ইন্টারপোলসহ আন্তর্জাতিক সব আইনি টুলস-টেকনিক প্রয়োগ করে অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে এবং দেশের সম্পদ ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রাখা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here