ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার

0
627

খবর৭১ঃ
খুলনায় ইয়াবা বেচাকেনায় জড়িত থাকার অভিযোগে আকাশ রহমান (কনস্টেবল নং ৪১৫) নামের একজন পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে নগরীর সার্কিট হাউস এলাকায় শাহীন আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ১৪২ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। এ ঘটনায় খুলনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হোটেলের চতুর্থ তলার ৪৬ নং কক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হাওলাদার সিরাজুল ইসলাম তাকে গ্রেফতার করেন। ওই পুলিশ কনস্টেবল বাগেরহাটে ফকিরহাট বাহিরদিয়া পুলিশ ক্যাম্পে কর্মরত আছেন।

খুলনা থানার অফিসার ইনচার্জ আসলাম বাহার বুলবুল জানান, এ ঘটনায় মামলার পর আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here