খবর৭১ঃ দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় এক যৌথসভা শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। তিনি বলেন, ওইদিন দুপুর ২টায় এ সমাবেশ হবে।