ছেলেসহ গ্রেফতার নবনির্বাচিত কাউন্সিলর

0
496
ছেলেসহ গ্রেফতার নবনির্বাচিত কাউন্সিলর

খবর৭১ঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনে সদ্য নির্বাচিত কাউন্সিলর মো. শাখাওয়াত হোসেন ছেলেসহ গ্রেফতার হয়েছেন। এছাড়া তার ভাতিজাসহ আরও সাতজনকে গ্রেফতার করা হয়। সোমবার রাতে খিলগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

শাখাওয়াত হোসেন আওয়ামী লীগ সমর্থক। ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে রেডিও প্রতীক নিয়ে তিনি নির্বাচনে দাঁড়ান। পরে ভোটে জিতে উত্তরের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে খিলগাঁও পল্লীমা ক্লাবের সামনে এসআই আব্দুল মজিদকে মারধর ও কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানিয়েছেন, এসআই আব্দুল মজিদের সঙ্গে কাউন্সিলর ও তার লোকজনের গণ্ডগোল হয়। পরে কাজে বাধা ও হামলার অভিযোগে শাখাওয়াত হোসেনসহ আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও কয়েকজনের নামে মামলা করেন এসআই আব্দুল মজিদ। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here